Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে র‌্যাবের অভিযানে ৩৩৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে র‌্যাবের অভিযানে ৩৩৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

July 28, 2022 06:30:30 AM  
শ্রীপুরে র‌্যাবের অভিযানে ৩৩৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের অভিযানে তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি এলাকা থেকে ৩৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ টাঙ্গাইল।

র‌্যাব-১২, টাঙ্গাইল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উপজেলার টেপির বাড়ি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৬ জুলাই দুপুর ১২টার দিকে র‌্যাব-৭, এর একটি দল টেপিরবাড়ি এলাকায় অভিযান চালায়।এসময় র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করে। এসময় তাদের হাতে থাকা তিনটি বাজারের ব্যাগ থেকে ৩৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো,উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আফসার উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩০),লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোচা গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে হেলাল উদ্দিন (২৩),একই উপজেলার আদিতমারী হেলিপ্যাড এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ সেলিম হোসেন (৩২)।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।