
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরে শ্রীপুরে ৩০ (ত্রিশ কেজি) গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১ পোড়াবাড়ী শাখার সদস্যরা।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলার শ্রীপুর বরমী আঞ্চলিক সড়কের গাড়ারন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হল, ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর মেরাশানি এলাকার মৃত শামু ভুইয়ার ছেলে মোমিন ভূইয়া(৩৪) ও একই জেলার সরাইল থানার রাজাবাড়িয়াকান্দি শাহবাজপুর এলাকার জান্টু মিয়ার ছেলে শরিফ মিয়া (৩২)।
র্যাব-১ পোড়াবাড়ী শাখার কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বিকেলে এক প্রেস বিফ্রিং এ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাক্ষণবাড়িয়া থেকে একটি মাদকের চালান শ্রীপুরে আসতেছে এ খবর পেয়ে গাড়ারন এলাকায় আরবেলা ফ্যাশনের পাশে চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ট্রাকের সামনের বর্নেড কভারের ভিতর অভিনব কায়দায় রাখা কসটেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ত্রিশ কেজি গাঁজা, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, চারটি মোবাইল ফোন ও নগদ তিনশত দশ টাকা উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে মাদকের বড় বড় চালান তার দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।