Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত সরকারের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত সরকারের

November 07, 2024 06:56:20 PM   শাহাদৎ হোসেন
সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত সরকারের

বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এই আইনটি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার অভিযোগ ছিল। এজন্য আইনটি বাতিল বা সংশোধনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পক্ষ থেকে কিছুদিন ধরেই বলা হচ্ছিল।

কিছু দিন আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছিলেন, এই সপ্তাহে সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও আগেই বলেছিলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত, এবং পরবর্তী সময়ে নতুন আইনে নাগরিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

আগের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হয়ে সাইবার নিরাপত্তা আইন প্রণীত হয়েছিল, তবে এটি নিয়ে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায় থেকে আপত্তি ওঠে, এবং ব্যাপক বিতর্ক ও সমালোচনা হয়। শেষ পর্যন্ত, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার আইনটি বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।