Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

February 20, 2025 06:00:44 PM   উপজেলা প্রতিনিধি
সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

সাদুল্লাপুর সংবাদদাতা, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. অনিক ইসলাম।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ওসি তাজউদ্দিন খন্দকারসহ প্রেসক্লাব সাদুল্লাপুরের সাংবাদিক ও উপজেলার কর্মরত অন্যান্য সাংবাদিকরা।

মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে সহায়তার আশ্বাস দেন ইউএনও কাজী মো. অনিক ইসলাম।