Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সন্ধান মিলেনি চিলাহাটির সাহের বানুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সন্ধান মিলেনি চিলাহাটির সাহের বানুর

February 20, 2025 12:29:59 AM   উপজেলা প্রতিনিধি
সন্ধান মিলেনি চিলাহাটির সাহের বানুর

চিলাহাটি প্রতিনিধি:
নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোতলগঞ্জ এলাকার শহিদুল ইসলামের স্ত্রী সাহের বানু নিখোঁজ হওয়ার ৪৩ দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। স্ত্রীকে ফিরে পেতে অসহায় স্বামী শহিদুল ইসলাম মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য প্রার্থনা করছেন।

শহিদুল ইসলাম জানান, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাহের বানু তার মেঝো বোন সূর্য বানুর সঙ্গে ঢাকা যান। কয়েক দিন পর সূর্য বানু বাড়ি ফিরে এলে শহিদুল তাকে জিজ্ঞাসা করেন, “তোর বোন কোথায়?” জবাবে সূর্য বানু বলেন, “ছোট বোন জয় বানুর বাড়িতে আছে।” এ সময় শহিদুল ইসলামের প্রশ্ন ছিল, “তোর বোনের কাছে যে মোবাইলটি ছিল, সেটি কোথায়?” সূর্য বানু জানায়, সেটি তার কাছেই রয়েছে।

পরে ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে সাহের বানুর ছোট শালী জয় বানু ঢাকা থেকে বাড়ি ফিরে এলে শহিদুল ইসলাম পুনরায় জিজ্ঞাসা করেন, “তোর বোন কোথায়, তুই একা এলি যে?” জয় বানু বলেন, “আমি তাকে দেখিনি, সে আমার বাড়িতেও আসেনি।”

৪৩ বছর বয়সী সাহের বানু সহজ-সরল প্রকৃতির নারী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে একটি মেক্সি ছিল। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগের অনুরোধ করা হলো- ০১৩০৬৬২৯২৮৩, ০১৭০৬৯১৩৮৫০