
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছে। রোববার দূপুর দেড়টার দিকে কাচঁপুর পাচঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহ ছানু'র ছেলে আসলাম সানি(৪৫) ও মোঃ রনি।
এলাকাবাসী জানায়, মৃত সানাউল্লার ছেলেদের সাথে দীর্ঘদিন যাবত তাদের চাচা মহিউদ্দিনের বিরোধ চলে আসছে।তাদের জমি দখলের বিষয়ে উভয় পক্ষের একাধিক মামলা চলমান ছিলো। দুপুরে সেই জমিতে সরকারী ড্রেন নির্মাণের সময় মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানি, রফিকুল ইসলাম ও মোঃ রনি পানি যাওয়ার জন্য ড্রেনের পাশে পাইপ বসাতে চাইলে প্রতিপক্ষের আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল, মারুফ ও মামুনসহ কয়েকজন তাদের বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মহিউদ্দিনের ছেলে মোস্তফা গংরা অস্ত্র নিয়ে সানাউল্লাহর ছেলে আসলাম সানি, রফিকুল ও রনিকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসলাম সানি ও মোঃ রনিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ দিকে ঘটনার পর থেকেই প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় দুই জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্যসহ উপস্থিত হয়েছি। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।