Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / সাংবাদিকপুত্র শিশু রিহানকে বাঁচাতে সহযোগিতার আহবান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাংবাদিকপুত্র শিশু রিহানকে বাঁচাতে সহযোগিতার আহবান

June 10, 2023 08:40:01 PM   উপজেলা প্রতিনিধি
সাংবাদিকপুত্র শিশু রিহানকে বাঁচাতে সহযোগিতার আহবান

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ এর একমাত্র শিশুপুত্র রাগিব ইশরাক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মাত্র ১৭ মাস বয়সি রিহান জন্মগতভাবেই হৃদরোগে আক্রান্ত হয়। রিহানকে বাঁচাতে আর্থিক সহযোগিতার আহ্বান  জানিয়েছেন পরিবারটি। রিহান বর্তমানে রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল লিঃ এর নবজাতক, শিশু ও স্টাকচারাল ইন্টারভেনশাল কার্ডিওলজিস্ট এবং ইনটেনসিভিন্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন নাহার ফাতেমা (অবঃ) এর তত্ত¡াবধানে চিকিৎসা নিচ্ছে।

শিশু রিহানের বাবা ইখতিয়ার উদ্দীন আজাদ জানান, শিশু রিহানই একমাত্র সন্তান তাদের। জন্মের মাত্র সাড়ে তিন মাসের মাথায় হৃদরোগ ধরা পওে রিহানের। এরপর থেকে সাধ্য অনুযায়ী একমাত্র শিশু সন্তানকে বাঁচাতে চিকি’সা করে যাচ্ছেন। চিকি’সকদের বরাদ দিয়ে তিনি বলেন, শিশুর রক্তনালির অপারেশন জরুরি। এজন্য ইন্ডিয়ার বেঙ্গালুরুতে নিয়ে কার্ডিয়াক সার্জন ডা: দেবী প্রসাদ শেঠির নিকট অপারেশন করতে পরামর্শ দিয়েছেন চিকি’সকরা।এতে চিকিৎসা বাবদ আট লক্ষাধিক টাকার প্রয়োজন হবে। কিন্তু শিশুটির চিকিৎসা ব্যয় করানো দরিদ্র পরিবারের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠাতে যোগাযোগ করুণ ও বিকাশ (পারসোনাল) নম্বর: ০১৭২৮৬৩৭৪৪০ (শিশুর পিতা)। ইখতিয়ার উদ্দীন আজাদ, হিসাব নং-০০২০৭৭০৮৬, সোনালী ব্যাংক লি: পত্নীতলা  শাখা, নওগাঁ । হিসাবনং-১১৮০১২১২২৪৩৭৮৬৮, মার্কেন্টাইল ব্যাংক লি: নজিপুর শাখা, নওগাঁ। হিসাব নং-এফ-২৭২০, ইসলামি ব্যাংক লি: নজিপুর শাখা, নওগাঁ ।