Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / 'সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সবধরনের সহযোগিতায় বদ্ধপরিকর সরকার' - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

'সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সবধরনের সহযোগিতায় বদ্ধপরিকর সরকার'

October 01, 2024 10:12:55 PM   জেলা প্রতিনিধি
'সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সবধরনের সহযোগিতায় বদ্ধপরিকর সরকার'

আশিকুর রহমান:
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাসিফা আরেফিন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক  (ডিসি) সাংবাদিকদের বক্তব্য মনযোগ দিয়ে শুনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

তিনি ছাত্র-জনতার আন্দোলনে শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং গাজীপুরের সার্বিক উন্নয়নের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করে জানান, ভয়হীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের সবধরণের সহযোগিতা করতে বদ্ধপরিকর।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহাম্মেদ, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মনিরুজ্জামান, সহ-সভাপতি রেজাউল বারী বাবুল, গাজীপুর প্রিন্ট মিডিয়ার সাবেক সভাপতি শরিফ আহাম্মেদ শামীম, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।