Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সাভারে অন্ধ মার্কেটে সন্ত্রাসী হামলায় ১২ জন আহত, প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাভারে অন্ধ মার্কেটে সন্ত্রাসী হামলায় ১২ জন আহত, প্রতিবাদে মানববন্ধন

March 24, 2023 06:59:32 PM   দেশজুড়ে ডেস্ক
সাভারে অন্ধ মার্কেটে সন্ত্রাসী হামলায় ১২ জন আহত, প্রতিবাদে মানববন্ধন

সাভার প্রতিনিধি:
সাভারে অন্ধ মার্কেট নামে পরিচিত দৃষ্টি প্রতিবন্ধীদের শপিং কমপ্লেক্স দখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যরা।

এদিকে কর্মসুচি শেষে মানববন্ধনে অংশ গ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে ১২ জন দৃষ্টি প্রতিবন্ধী আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত অন্ধ সংস্থার মার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। মানববন্ধন শেষে মার্কেটে প্রবেশ করার পর বেলা ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

মানববন্ধনে দৃষ্টি প্রতিবন্ধীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাভারের শপিং কমপ্লেক্সটি দখলের পায়তারা করছেন তোতলা পাভেল ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় মার্কেটের জমিদারী ভাড়া উত্তোলন বন্ধ করে দেয় পাভেল। অভিযুক্ত পাভেল আহম্মেদ ও বাহাদুর ইমতিয়াজসহ তাদের সহযোগীদের মার্কেট দখল চেষ্টার প্রতিবাদে আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় তারা দোষীদের বিচার দাবি করে বিক্ষোভ করেন।

পরে বিক্ষোভ মিছিল শেষ করে মার্কেটে প্রবেশের পর অতর্কিত হামলার শিকার হন তারা।

সাভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার জানান, মানববন্ধন শেষে মার্কেটে প্রবেশের পর একদল সন্ত্রাসী দৃষ্টি প্রতিবন্ধীদের ওপর হামলা চালায়। মার্কেট দখল চেষ্টাকারী পাভেল আহম্মেদ ও বাহাদুর ইমতিয়াজের সহযোগীরা এই হামলা চালিয়েছেন বলে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলেছি। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।