
স্মার্ট বাংলাদেশ অ্যাকসেলেরেটরের আয়োজনে প্যানেল ডিসকাশন ও নেটওয়ার্কিং সভা, ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে ৪টায় মিরপুরের ড্যাফোডিল প্লার গ্রিন গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ডাটাসফট সিস্টেমের প্রেসিডেন্ট এম মঞ্জর মাহমুদ, এমএমই ফিাউন্ডেশনের জিএম নাজিম হাসান সাত্তার, শপআপ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সিএসও শাহীন সিয়াম, এনডিই ইনফ্রাটেক লিমিটেড চেয়ারম্যান মো. মকসুদুল ইসলাম, বিওয়াইইএএইচ এর এক্সিকিউটিভ ডায়রেক্টর রাশেদ মামুন।