Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সালথায় আঞ্জুমান আরার উঠান বৈঠক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সালথায় আঞ্জুমান আরার উঠান বৈঠক

October 25, 2023 07:15:49 PM   উপজেলা প্রতিনিধি
সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে সালথায় আঞ্জুমান আরার উঠান বৈঠক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১৪ বছরের উন্নয়ন ও সাফল্য প্রচারে ফরিদপুরের সালথায় উঠান বৈঠক করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য ও প্যালেন চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলার রামকান্তপুর ইউনিয়নের পরিষদের সদস্য মান্নান মোল্লার বাড়ি ও জিয়া মেম্বারের বাড়িসহ রামকান্তপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই উঠান বৈঠক করেন তিনি।

অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে ফরিদপুর - ২ আসন থেকে আমি নৌকার মনোনয়ন চাইবো। যদি মাননীয় প্রধানমন্ত্রী  আমাকে মনোনয়ন দেন তাহলে সালথা ও নগরকান্দা উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। আর যদি আমাকে মনোনয়ন না দেন তাহলে ফরিদপুর ২ আসনের নৌকা প্রতীক যাকে দিবেন তার হয়ে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। আওয়ামী লীগ সরকার আগামীতে যদি ক্ষমতায় আসতে পারলে দেশের আরও উন্নয়ন হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার যাতে ক্ষমতায় আসতে পারে। তাই এখন থেকে আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং নৌকায় ভোট দিতে হবে। দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিজয়ের বিকল্প নেই।

উঠান বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।