
সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন, খুন ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্র জনতা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে প্রতিবাদ মিছিলটি নাগেশ্বরী ডিএম স্কুল থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন নাগেশ্বরী উপজেলা শাখার অর্থ কল্যাণ সম্পাদক আব্দুল কাদের, নাগেশ্বরী সরকারি কলেজের ছাত্র আবু সাঈদ সিফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। তাই সাধারণ ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে।
তারা আরও বলেন, "প্রশাসনের ঘুম ভাঙাতে ও ধর্ষকদের বিচারের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, তারা আমাদের দাবিগুলো বিবেচনা করবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।"