Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে দুই শতাব্দী পুরোনো ‘খাগড়িয়া কালীমাতা উৎসব’ পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে দুই শতাব্দী পুরোনো ‘খাগড়িয়া কালীমাতা উৎসব’ পালিত

December 12, 2022 05:59:48 AM  
সরিষাবাড়ীতে দুই শতাব্দী পুরোনো ‘খাগড়িয়া কালীমাতা উৎসব’ পালিত

সরিষাবাড়ী সংবাদদাতা, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী সনাতন সম্প্রদায়ের প্রায় ২০২ বছরের পুরোনো শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা বাষির্কী পূজা উদযাপিত হয়েছে।

উপজেলার মহাদান ইউনিয়নের কালীমাতা মন্দিরে শুক্রবার ও শনিবার (৯-১০ ডিসেম্বর)দিনব্যাপী এ বাষির্কী পূজা উদযাপিত হয়।

খাগড়িয়া মন্দির সূত্রে জানা গেছে, বৃটিশ শাসন আমল থেকে এ পূজা প্রতি বছর এই দিনে পালিত হয়ে আসছে। প্রতিবছর এই মেলাটি অগ্রহায়ণ মাসের শেষ শনিবারে পালিত হয়ে আসছে। এই পূজায় ভক্তবৃন্দরা, ভারত, নেপাল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর ও শেরপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা এই উৎসবে সমবেত হন। অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা পূজার্চনা ধর্মীয় নাট্য অনুষ্ঠান, নব প্রতিমা স্থাপন।

এ সময় বাষির্কী আয়োজন পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম, রানু ও মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র,ও সাধারণ সম্পাদক শ্রী কালাচান পাল।