
সরিষাবাড়ী সংবাদদাতা:
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মৃত হাওয়াস ম্যাটের ছেলে মজিবুর রহমান (৬০) ও সৌদি প্রবাসী রাজু আহমেদ এর ছেলে কাওসার আহমেদ (৫)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধান খেতে পানি দিতে যান দুজনে। পরে সেচ পাম্প চালিয়ে নাতিকে কাঁধে নিয়ে আসার সময় ঝুলন্ত তার সাথে নাতির পা লেগে দুজনই বিদ্যুৎপৃষ্ট হয়ে ধান ক্ষেতে অচেতন হয়ে পড়ে থাকে।
এসময় এক কৃষাণী সেচ পাম্পে পানি খেতে এসে দেখতে পারে, দাদা ও নাতি দুজনেই অচেতন হয়ে ধান ক্ষেতে পড়ে আছে। তখন সে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে। দাদা ও নাতির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে।