
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদস্বরূপ রোববার দুপুর ২টা থেকে সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. আবদুল আহাদ রোববার দুপুর পৌনে ১টার দিকে ঢামেকের প্রশাসনিক গেটে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘণ্টা সেবা দিয়েছেন। কিন্তু গতকাল অপারেশন থিয়েটার থেকে একজন রোগীর আত্মীয় এক ডাক্তারকে বের করে মারধর করে এবং পরিচালকের রুম পর্যন্ত নিয়ে যায়।"
ডা. আহাদ আরও বলেন, "অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে। আরও দুটি ঘটনার পর আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। তাই সারা দেশে সব হাসপাতাল বন্ধ থাকবে।"
চিকিৎসকরা দাবি করেন, হাসপাতালে তাদের এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শাটডাউন চলবে।