Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথার আটঘরে স্বতন্ত্রপ্রার্থী জামাল হোসেনের নির্বাচনী উঠান বৈঠক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথার আটঘরে স্বতন্ত্রপ্রার্থী জামাল হোসেনের নির্বাচনী উঠান বৈঠক

December 25, 2023 08:35:13 PM   উপজেলা প্রতিনিধি
সালথার আটঘরে স্বতন্ত্রপ্রার্থী জামাল হোসেনের নির্বাচনী উঠান বৈঠক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল হাসান খান সোহাগের উদ্যোগ ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের আয়োজনে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ঈগল পাখি মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

যুবলীগ নেতা ওয়াসিম জাফরের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, সহ সভাপতি শাহিনুজ্জামান শহিদ, যুগ্ন সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মোঃ আনোয়ার হোসেন মিয়া, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী লিটু, আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, মোঃ ইউনুচ মোল্লা, ইব্রাহিম মাতুব্বর।

আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোঃ হাদিস মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বাবু বরুণ সরকার, আক্কাস মেম্বার, আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্লা, আলোক সরকার, মুক্তি বোষ, চিত্ত দত্ত, লোকমান মৃধা, আক্কাস প্রধানিয়া, সেলিম খান, কবির মল্লিক, মর্জিনা বেগম, আব্দুস সামাদ, ইলিয়াস মাতুব্বর, লুৎফর মাতুব্বর, সাহিদুল আলম ডাক্তার, আব্দুল মান্নান শেখ, আব্দুস মাজেদ ডাক্তার, হাসমত খা, বকুল খা, জামাল ফকির, এসকেন মাতুব্বর, বাবলু মোল্লা, আয়নাল মেম্বার, এনায়েত হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, আমরা নৌকার বাইরে না আমরা প্রার্থীর বিপক্ষে। জামাল হোসেন মিয়া আমাদের এলাকার ছেলে, সুখে দুঃখে আমরা তাকে পাই। আমরা যারা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আছি আমাদের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া কে ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিব। আপনারা কারো কথায় বিব্রত হবেন না, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে জামাল হোসেন মিয়াকে জয়যুক্ত করবো।

নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, আগামী সাত তারিখ নির্বাচন হবে নিরপেক্ষ। একটি কুচক্রী মহল নির্বাচন কে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। আপনারা কেউ বিভ্রান্ত না হয়ে আমার প্রতিক ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুজোগ দিবেন। আমি আপনাদের সেবক হয়ে হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া দোয়া করবেন।