Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথার রামকান্তপুরে নৌকার প্রার্থী লাবু চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথার রামকান্তপুরে নৌকার প্রার্থী লাবু চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

December 27, 2023 10:34:22 AM   উপজেলা প্রতিনিধি
সালথার রামকান্তপুরে নৌকার প্রার্থী লাবু চৌধুরীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুরে নৌকা মার্কার পক্ষে ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর (এমপি) নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের আয়োজনে রামকান্তুপুর বাজার সংলগ্ন হাসপাতাল মাঠে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী সভবায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্তমান সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, যুবলীগ নেতা বাদল হোসেন, ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজ প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী (এমপি) বলেন, আসন্ন জাতীয়  সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে খেলা হবে। খেলা হবে জনগনের সাথে মোনাফেক বেইমানদের। এই খেলায় জয়ী হবে সাধারণ জনগণ। সাধারণ জনগণ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে আছে নৌকার পক্ষেই থাকবে ইনশাল্লাহ। নৌকা উন্নয়নের প্রতিক, নৌকা শান্তির প্রতিক। তাই আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই।

তিনি আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে নৌকার কোন বিকল্প নেই। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। সালথা-নগরকান্দার যত উন্নয়ন সবকিছুই তার হাত দিয়ে হয়েছে। মায়ের মত আমিও আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে থাকতে চাই।