Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলন, হুমকির মুখে পরিবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলন, হুমকির মুখে পরিবেশ

October 11, 2023 04:22:09 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলন, হুমকির মুখে পরিবেশ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিন যাবত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন করছে একটি শাহিদ মোল্যা নামের এক অবৈধ ড্রেজার ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত ড্রেজার দিয়ে বালু উত্তলনের ফলে হুমকির মুখে পরছে ফসলি জমি ও পরিবেশ। মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুট্টি ও মুরাটিয়া এলাকার বিল কাজুলিডাঙ্গাতে ড্রেজার দিয়ে বালু উত্তলনের এই ঘটনা চলমান।

সরজমিনে গিয়ে দোখা গেছে, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বিল কাজলি ডাঙ্গা থেকে প্রায় দেড় মাস যাবত বালু উত্তলন করছে সাহিদ মোল্লা নামের এক ব্যক্তি। অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ব্যক্তি সরকারি কখনো বা মালিকানা পুকুর থেকে বালু উত্তলন করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অপরদিকে ক্ষতি হছে ফসলী জমি, গ্রামীণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সহ বিভিন্ন স্হাপনা রয়েছে হুমক মুখে। বর্ষা মৌসুম এলেই এসকল বালু ব্যবসায়ীরা অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে  ফসলী মাঠ থেকে বালু উত্তোলন করে।

স্থানীয়রা জানান, বালু খেকো ড্রেজার ব্যবসায়ী শাহিদ মোল্লা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কে কথা বলতে সাহস পায় না। তারা জানায় সবাইকে ম্যনেজ করে শাহিদ বালু উত্তলন করছে। বালু উত্তলনের ফলে কোন ক্ষতি হলেও চুপ থাকতে হবে। এসকল অবৈধ ড্রেজার মেশিন মালিক ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলাপ্রশাসক এর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, ইতোপূর্বে অভিযোগ পাওয়ার পরে এসিল্যান্ড উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছে। তখন ড্রেজার বা ড্রেজার পরিচালনাকারীদের পাওয়া যায়নি। তবে কিছু পাইপ ছিলো এবং ড্রেজার বসানোর প্রস্তুতির  কথা জানা যায়। এসিল্যান্ড  কোথাও অবৈধ ড্রেজার না বসাতে নির্দেশনা প্রদান করে এসেছে। সংবাদের ভিত্তিতে পুনরায় অভিযান পরিচালনা করা হবে।