Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় বিস্কু‌টের লোভ দে‌খি‌য়ে ৫ বছ‌রের শিশু ধর্ষণ, অ‌ভিযুক্ত আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় বিস্কু‌টের লোভ দে‌খি‌য়ে ৫ বছ‌রের শিশু ধর্ষণ, অ‌ভিযুক্ত আটক

March 23, 2023 06:54:50 PM   দেশজুড়ে ডেস্ক
সালথায় বিস্কু‌টের লোভ দে‌খি‌য়ে ৫ বছ‌রের শিশু ধর্ষণ, অ‌ভিযুক্ত আটক

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বিস্কু‌টের লোভ দে‌খি‌য়ে ৫ বছ‌রের এক শিশু‌কে ধর্ষ‌নের ঘটনা ঘ‌টে‌ছে। এই ঘটনায় তা‌জিবুল মাতুব্বর তাজু (১৮) না‌মের এক ব‌্যা‌ক্তি‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। আটককৃত তাজু উপ‌জেলার ভাওয়াল ইউ‌নিয়‌নের নারান‌দিয়া এলাকার ‌মোঃ নান্নু মাতুব্ব‌রের ছে‌লে। তাজিবুল বাখুন্ডা এলাকায় এক‌টি জুট মি‌লে চাক‌রি ক‌রে।

গত ২১মার্চ সন্ধায় উপ‌জেলার ভাওয়াল ইউ‌নিয়‌নের নারান‌দিয়া এলাকায় ধর্ষ‌নের এই ঘটনা ঘ‌টে এবং ২২মার্চ রা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে অ‌ভিযুক্ত তাজু কে আটক করা হয়।

জানা যায়, নানা বা‌ড়ি‌তে থে‌কে প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের শিশু শ্রেনিতে লেখাপড়া কর‌তো ঐ শিশু। ২১ মার্চ সন্ধার দি‌কে সে খেলা ধুলা কর‌ছি‌লো। এসময় তাজু তা‌কে বিস্কু‌টের লোভ দে‌খি‌য়ে পা‌শের এক‌টি বা‌ড়ির ছা‌দে নি‌য়ে মু‌খে চে‌পে জোড় পূর্বক ধর্ষন ক‌রে। শিশু‌টি অসুস্থ‌্য হ‌য়ে পড়‌লে তাজু তা‌কে রে‌খে পা‌লি‌য়ে যায়। শিশু‌টি বা‌ড়ি‌তে এ‌সে তার না‌নি কে সব খু‌লে বল‌লে বিষয়‌টি জানাজা‌নি হয়।

বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয়ভা‌বে শা‌লিস মিমাংশা ক‌রার চেষ্টা ক‌রে। কিন্তু শিশু‌টির অবস্থা খারাপ হওয়ায় তা‌কে ফ‌রিদপুর হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে অ‌ভিযুক্ত‌কে আটক কর‌তে বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে ২২মার্চ রা‌তে নগরকান্দা এলাকা থে‌কে অ‌ভিযুক্ত‌কে আটক করা হয়। আটককৃত তা‌জিবুল ইসলামকে পর‌দিন সকা‌লে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে।

এবিষ‌য়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেছেন। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য মেয়েটিকে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ তৎপর ছিলো। তারই আলোকে অভিযান চালিয়ে গতরাতে তাকে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  আজ সকা‌লে অ‌ভিযুক্ত‌কে ফ‌রিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।