Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় সরকারি হালট কাটতে নিষেধের ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় সরকারি হালট কাটতে নিষেধের ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে আহত

November 01, 2023 08:29:11 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় সরকারি হালট কাটতে নিষেধের ঘটনায় বৃদ্ধকে কুপিয়ে আহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সরকারি হালট কাটতে নিষেধ করার ঘটনায় এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। বর্তমানে ঐ বৃদ্ধ হাসপাতালে ভর্তি আছে বলে জানা যায়। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছে। উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামে মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধার নাম শাহজাহান শেখ (৫৪)। সে স্থানীয় মৃত গয়েজুদ্দিন শেখর পুত্র। এই ঘটনায় সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

জানা যায়, মঙ্গলবার বিকালে স্থানীয় রুস্তুম মোল্যার ছেলে হোসেন মোল্যা পার্শ্ববর্তী আবাদি জমির পাশে সরকারি হালট কাটে নিজের জমি তৈরি করতেছিলো, এমতাবস্থায় প্রতিবেশী গয়জুদ্দিন শেখের ছেলে ইব্রাহিম শেখ চলাচলের রাস্তা ছোট হয়ে যাবে বলে হালট কাটতে নিষেধ করে। এসময় হোসেন ও ইব্রাহিমের সাথে কথা কাটাকাটি হয়। বিষয়টি হোসেন তার পরিবারের সদস্যদের জানালে উত্তেজনা তৈরি হয়। হোসেনের চাচাতো ভাই আলম মোল্যার (৩৫) নেতৃত্বে সবাই একত্রিত হয়।

এরপর ইব্রাহিম শেখের বাড়িতে হামলা করে, এসময় ইব্রাহিম শেখের পরিবারে লোকজন বাড়িতে তালা দিয়ে ভয়ে পালিয়ে যায়। বাড়িতে কাউকে না পেয়ে আলম মোল্যারা গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করায় ইব্রাহিম শেখের বড় ভাই শাহজাহান শেখ কে মারধর করে ও দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় হামলাকারীরা হামলা চালিয়ে দড়জা ভেঙ্গে নগদ টাকা মালামাল নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। আলম মোল্লা স্থানীয় সাবেক বিএনপি নেতা হাচান মাতুব্বরের সমর্থক বলে জানা যায়।

ইব্রাহিম শেখ বলেন, মাঠ থেকে ধান আনার সময় আমাদের ভ্যান উল্টে যায়, হোসেন কে হালট কাটতে নিষেধ করায় সে উত্তেজিত হয়ে দলবল নিয়ে রাতে আমাদের বাড়িতে হামলা করে, আমার ভাই ঠেকাতে আসলে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আমরা এই হামলার বিচার চাই ও আমার পরিবারের নিরাপত্তা চাই। অভিযুক্ত আলম মোল্লা বলেন, হাচান মাতুব্বর মামা কে সন্ধায় মিটিয়ে দিতে বলেছি, দেখা যাক কি হয়।

এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।