Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / সিংড়ায় অসহায় পরিবারের মাঝে হাসি ফোঁটালেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিংড়ায় অসহায় পরিবারের মাঝে হাসি ফোঁটালেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন

April 08, 2024 03:35:17 PM   জেলা প্রতিনিধি
সিংড়ায় অসহায় পরিবারের মাঝে হাসি ফোঁটালেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন

নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারসহ আশ্রয়ন প্রকল্পের ৫১টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন।

সোমবার বেলা ১১টায় উপজেলার চামারী আদর্শ গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জামিলা ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা।

ঈদসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি ভাতের চাল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি লাচ্ছা সেমাই, ১ কৌটা গুড়া দুধ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুল, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মমিম মন্ডল, চামারী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিসুর রহমান লিখন প্রমুখ।