Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুর প্রেসক্লাবের নতুন সদস্য হলো ছয়জন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুর প্রেসক্লাবের নতুন সদস্য হলো ছয়জন

February 20, 2023 01:11:13 AM   দেশজুড়ে ডেস্ক
সৈয়দপুর প্রেসক্লাবের নতুন সদস্য হলো ছয়জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
দীর্ঘদিন পর সৈয়দপুর প্রেসক্লাব নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে। গত শুক্রবার রাতে প্রেসক্লাবের কার্যনির্বাহী পর্ষদের সভায় গঠনতন্ত্র মোতাবেক উপজেলার ছয়জন সাংবাদিককে প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়েছে। গত শনিবার সৈয়দপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো.ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়।

প্রেসক্লাবের নতুন সদস্যরা হলেন- আজকের পত্রিকার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি রেজা মাহমুদ, সাপ্তাহিক চিকলী পত্রিকার সম্পাদক আমিনুর রহমান সরকার, দৈনিক বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি মাসুদুর রহমান লেলিন, দৈনিক জনকন্ঠের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মহসিন, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন ও দৈনিক মানব বার্তার স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন হিরো।

সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল জানান, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় ধরে যাচাই বাছাই কমিটি উপজেলা শহরে কর্মরত ১২ জন সাংবাদিকের আবেদন যাচাই বাছাই করে নিবার্হী কমিটিকে একটি তালিকা দেয়। তালিকা অনুসারে যোগ্যতাসম্পন্ন এ ছয়জনকে প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়।

তিনি আরও বলেন, গঠনতন্ত্র অনুযায়ী আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে উপজেলায় কর্মরত যোগ্যতাসম্পন্ন অন্য সাংবাদিকদেরও সদস্য পদ দেওয়া হবে।