Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / সৈয়দপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৈয়দপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

December 25, 2023 08:39:26 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুর সংবাদদাতা, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে জিয়াম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শহরের দশ নম্বর ওয়ার্ড কাজীরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়ায় গ্রামের বাসিন্দা ও সৈয়দপুরের এনজিও কর্মী বলে এলাকাবাসী জানায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, গত দুই মাস আগে একই এলাকার এক মেয়ের সাথে তার বিয়ে হয়। তিনি সৈদয়পুর শহরে ভাড়া থাকতেন। তাদের মধ্যে ঝগড়া হওয়ায় রাগ করে তার স্ত্রী চলে যায়। এরপর গত রাতে সে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ বিষয়ে সৈয়দপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। ময়ন্তদন্তের পর জানা যাবে তার মৃত্যুর কারণ।