Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

February 03, 2025 06:08:59 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন - নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি নামে একটি অফিসে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়৷