Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

February 10, 2025 06:59:17 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সূচনা হল চত্বরে হাতীবান্ধা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা জামায়াতের আমীর প্রভাষক হাসেন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ও হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সেক্রেটারি মো. রফিকুল ইসলাম। সভায় হাতীবান্ধা উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন- হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নুরুল হক, হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান (মোস্তা), সুমন খান, আসাদুজ্জামান সাজু প্রমুখ।

সভায় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা।