Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হোসেনপুরে সাংবাদিকদের সাথে কৃষিবিদ মসিউর রহমানের মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হোসেনপুরে সাংবাদিকদের সাথে কৃষিবিদ মসিউর রহমানের মতবিনিময়

November 05, 2023 01:57:15 PM   উপজেলা প্রতিনিধি
হোসেনপুরে সাংবাদিকদের সাথে কৃষিবিদ মসিউর রহমানের মতবিনিময়

আজিজুল হক রাসেল, কিশোরগঞ্জ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন হোসেনপুর উপজেলা কর্মরত সকল প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর)রাতে নিজ বাসভবনে রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিম।

কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। জীবন বাজী রেখে জামায়াত-বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে যে বর্বরোচিত হামলা চালিয়েছিল সেখানে গ্রেনেড হামলার শিকার হয়েছি। ওই গ্রেনেডের স্প্লিন্টার শরীরে বহন করে এখনো বেঁছে আছি। কিন্তু দলীয় কোন পদ পদবী চাইনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে আওয়ামী লীগ মনোনয়ন পাওয়ার আশা এবং প্রত্যাশা নিয়ে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে এমপি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেব। আর -যদি আমি মনোনয়ন না পাই যাকে দল মনোনয়ন দেবে তার পক্ষে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবো।সে সময় সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন।

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাব সভাপতি এস এম তারেক নেওয়াজ, সহ-সভাপতি এম এ মতিন মাষ্টার, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী আতাব, সাংবাদিক মোঃ জাকির হোসেন, উজ্জ্বল সরকার, মোঃ রাজু আহমেদ, মোঃ সাগর মিয়া, খাইরুল ইসলাম, এস এম রিফাত, মাহফুজ রাজা, শামীম সরকার, মোঃ সোহেল, কবি ও সাহিত্যিক শাহ্ আলম বিল্লাল, আজিজুল হক রাসেল প্রমুখ।