Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ২৬শে মার্চ উপলক্ষে বাসনে ব্যবসায়ীদের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

২৬শে মার্চ উপলক্ষে বাসনে ব্যবসায়ীদের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

March 27, 2023 02:07:55 AM   দেশজুড়ে ডেস্ক
২৬শে মার্চ উপলক্ষে বাসনে ব্যবসায়ীদের আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুর সংবাদদাতা:
২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার  ও দোয়া মাহফিল করছে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ। গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খন্দকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবুল হোসেন, বাসন থানা আওয়ামী লীগ নেতা এ্যাড. বিকাশ সরকার, শ্রমিক নেতা আব্দুল জলিল, ১৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আতাউর প্রমুখ।

বক্তারা বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এসময় তারা দেশকে স্বাধীন করার লক্ষ্যে বঙ্গবন্ধুর আত্নত্যাগ, কারানির্যাতন ও বলিষ্ঠ  নেতৃত্বদান সম্পর্কে আলোকপাত করেন। 

আলোচনা সভা সঞ্চালনা করেন, গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান মন্ডল।