
গাজীপুর সংবাদদাতা:
সাত লাখ টাকা মূল্যের ২২ কেজি গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর ডিবি পুলিশ। গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর সদর থানাধীন মারিয়ালী কলাবাগান পশ্চিমপাড়া এলাকা থেকে এ মাদক উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) কার্যালয়ে এ সংক্রান্তে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে ২২ কেজি গাঁজা উদ্ধার এবং নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) আবু তোরাব মোঃ শামসুর রহমান।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ নুরু মিয়া, মোঃ নাজমুল হোসেন, রুমি বেগম ও মনি বেগম।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান আরো জানান, নগরের সদর থানাধীন মারিয়ালীর কলাবাগান পশ্চিমপাড়া এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরু মিয়া ও মনি বেগমকে ১ কেজি ৫০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রুমি বেগম ও মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুর মহানগরসহ পাশ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিলো। মহানগরের সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।