Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের

December 22, 2024 11:23:13 AM   ক্রীড়া ডেস্ক
বাজে ব্যাটিংয়ে ভারতের কাছে ফাইনালে হার বাংলাদেশের

বোলাররা ভারতকে আটকে রেখেছিলেন নাগালের মধ্যে। রান তাড়ায় ব্যাটিংয়ের শুরুটাও খারাপ ছিল না। কিন্তু রান তুলতে হাঁসফাঁস করতে করতে শেষ পর্যন্ত থামতে হয়েছে বেশ পেছনে থেকেই।

অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের ১১৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪১ রানে হেরেছে।


কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে রান তাড়ায় প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান ছিল বাংলাদেশের। কিন্তু পরের ছয় ওভারে কোনো বাউন্ডারি তো আসেইনি, ওভারে ৬ রানও ওঠেনি। এ সময় বাংলাদেশ হারায় আরও ২ উইকেট।