
বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সংস্থার চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের খ্যাতিমান অধ্যাপক ড. বোরহান উদ্দীন খান। তার সঙ্গে আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. নাজমুজ্জামান (ঢাকা বিশ্ববিদ্যালয়) ও অধ্যাপক ড. আলতাফ হোসেন (জামালপুর বিশ্ববিদ্যালয়)।
আলোচনা সভায় সংস্থার মহাসচিব গাজী মোশাররফ হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার মিডিয়া সেল প্রধান এসএম সামসুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য আবদুস সালাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রূফায়দাহ পন্নী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইমাম জাফর শিকদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ওবায়দুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুর রহমান জাহাঙ্গীর, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ১নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সাবেক সচিব ইয়াকুব খান দুলাল।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকার রক্ষায় রাজনীতিবিদদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা আইন ও ন্যায়বিচারের নিশ্চয়তা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত অতিথিরা বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত প্রকাশ করেন।