Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / দুর্ঘটনা এড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে হাই ভোল্টেজ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

দুর্ঘটনা এড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে হাই ভোল্টেজ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ

March 05, 2025 02:48:37 PM   নিজস্ব প্রতিনিধি
দুর্ঘটনা এড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে হাই ভোল্টেজ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ

ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন ক্যাম্পাসে এসি ও হাই ভোল্টেজ মেশিনারিজের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা, অতিরিক্ত ব্যয় কমানো এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,বিদ্যুৎ ঘাটতি ও বাজেটের অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় হচ্ছে ফলে বাজেটের অতিরিক্ত বিল বকেয়া হিসেবে থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ (ক্যাপাসিটি) কম বিধায় অতিরিক্ত বিদ্যুৎ চাহিদার ফলে যেকোনো সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগসমূহ উন্নয়ন ফি গ্রহণ করে বিভাগের শিক্ষার্থী সংশ্লিষ্ট উন্নয়ন ও কল্যানের জন্য অথচ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে উক্ত অর্থ দিয়ে এসি ক্রয় করে ব্যবহার করা বিধি সম্মত নয়। বিদ্যুৎ সরবরাহের অতিরিক্ত এসি/হাই ভোল্টেজ মেশিনারিজ ব্যবহারের ফলে ভোল্টেজ আপ-ডাউন করায় অফিসে ব্যবহৃত কম্পিউটারসহ কম্পিউটার ল্যাবের কম্পিউটারসমূহ ও যন্ত্রপাতি প্রায়ই নষ্ট হচ্ছে, ফলে বিশ্ববিদ্যালয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অতএব, উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে বড় ধরণের দুর্ঘটনা রোধকল্পে, শিক্ষার্থীদের অর্থ শিক্ষার্থী সংশ্লিষ্ট উন্নয়নে ব্যয় করার জন্য এবং কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত যেসকল বিভাগ/দপ্তর এসি/হাই ভোল্টেজ মেশিনারিজ স্থাপন করেছে সেসকল বিভাগ/দপ্তরকে যথাশীঘ্রই এসি/হাই ভোল্টেজ সংযোগসমূহ বিচ্ছিন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় যেকোনো ধরণের দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট বিভাগ/দপ্তর দায়ী থাকবে।