Date: March 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / সৌদি থেকে বরফরাজ্যে রোনালদো! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সৌদি থেকে বরফরাজ্যে রোনালদো!

December 25, 2024 12:39:56 PM   ক্রীড়া ডেস্ক
সৌদি থেকে বরফরাজ্যে রোনালদো!

সৌদি প্রো লিগের প্রথমার্ধ শেষ করেছে রোনালদোর দল আল নাসর। ডিসেম্বরের শুরুতে আল ইত্তিহাদের কাছে পরাজয়ের মাধ্যমে তাদের প্রথমার্ধ শেষ হয়। বর্তমানে সৌদি জাতীয় দল গালফ কাপে অংশ নেওয়ায় লিগে বিরতি চলছে।  

৯ জানুয়ারি থেকে পুনরায় লিগ শুরু হওয়ার আগে ছুটির সময়টি পরিবারের সঙ্গে উপভোগ করতে সৌদির উত্তপ্ত আবহাওয়া ছেড়ে ল্যাপল্যান্ডের বরফে চলে গেছেন রোনালদো।


সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, তিনি বরফে স্কি বাইক চালানো থেকে শুরু করে হিমশীতল তাপমাত্রায় তার শক্তিশালী শরীর প্রদর্শন করছেন।  


বর্তমানে ৩৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা তার পরিবারের সঙ্গে ল্যাপল্যান্ডের ঠাণ্ডা পরিবেশে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করছেন।  

সৌদি প্রো লিগে ১৩ ম্যাচ শেষে রোনালদোর আল নাসর ইতোমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এই অবস্থায় লিগ শিরোপার দৌড়ে দলটির সম্ভাবনা অনেকটাই ক্ষীণ।