Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / অটোরিকশা চালক স্বাধীন হত্যায় জড়িত সন্দেহে আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অটোরিকশা চালক স্বাধীন হত্যায় জড়িত সন্দেহে আটক ১

March 18, 2023 04:06:15 AM   দেশজুড়ে ডেস্ক
অটোরিকশা চালক স্বাধীন হত্যায় জড়িত সন্দেহে আটক ১

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনাতাই ও চালক স্বাধীন মিয়াকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জামাল উদ্দিন(৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১ ৭মার্চ) রাতে সরিষাবাড়ী থানায় নিহতের মা বানেছা বেগম একটি অজ্ঞানামা মামলা দায়ের করেন। এ ঘটনায় থানা পুলিশ ব্যাটারি চালিত অটো রিকশাটি উদ্ধার করেছেন এবং হত্যাকান্ডে জড়িত সন্দেহে ০১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সুবর্ণখালী নদীর বয়ড়া ব্রিজের নিচ থেকে বুধবার(১৫ মার্চ) সকালে স্বাধীন মিয়া(২৭) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে এ ঘটনায় নিহতের মা বানেছা বেগম থানায় অজ্ঞাননামা মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই সুলতান মাহমুদ ও সঙ্গীয় ফোর্স শুক্রবার সকালে হত্যাকান্ডে জড়িত সন্দেহে জামাল উদ্দিনকে আটক করেছে। জামাল উদ্দিন একই গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে।  হত্যাকান্ডের সময় ছিনতাই হয়ে যাওয়া ব্যাটারি চালিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।  

এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহব্বত কবিরের সাথে কথা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, “অটোরিকশা চালক স্বাধীন হত্যা মামলায় জড়িত সন্দেহে ০১জনকে আটক করা হয়েছে সেই সাথে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আমরা আসামীর রিমান্ড চেয়েছি।  বিষয়টি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে”।