Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চার লঞ্চ মালিককে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চার লঞ্চ মালিককে জরিমানা

March 29, 2025 09:05:21 PM   জেলা প্রতিনিধি
অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চার লঞ্চ মালিককে জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ও পাটুরিয়া লঞ্চ ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে চার লঞ্চ মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৯ মার্চ) দুপুরে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরিচা লঞ্চ ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে লঞ্চ মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার, দীপু মিয়াকে ছয়শ এবং মো. লিটনকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, পাটুরিয়া লঞ্চ ঘাটে একই অপরাধে মেসার্স সাইম শিপিং লাইন্সের ম্যানেজার আমজাদ হোসেনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, "যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পক্ষ থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে নিষেধ করা হচ্ছে, তবে এবার আমরা আরও কঠোর অবস্থান নেব।"

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন বলেন, "জনসুরক্ষার স্বার্থে এই অভিযান পরিচালিত হয়েছে। আমরা চাই না ঈদযাত্রায় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক। অতিরিক্ত যাত্রী বহন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"