Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে মামলার শিকার প্রবাসী আজিজুলের জামিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে মামলার শিকার প্রবাসী আজিজুলের জামিন

April 30, 2025 07:37:27 PM   অনলাইন ডেস্ক
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে মামলার শিকার প্রবাসী আজিজুলের জামিন

 শরীয়তপুরের পালং স্কুল এলাকায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন সৌদি প্রবাসী মো. আজিজুল বেপারী ও তার বাবা আনিস উদ্দিন বেপারী।

বুধবার (৩০ এপ্রিল) সকালে শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের কাছে তারা জানান, একটি ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজিজুল বেপারী জানান, তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। গত ২৬ এপ্রিল দুপুরে পালং স্কুল এলাকায় নাজমুল হাসান নামের একজন আহত অবস্থায় তাদের বাড়ির সামনে পড়ে থাকলে তিনি তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কিছু লোকজন তার ওপর হামলা চালায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, ২৮ এপ্রিল নাজমুল হাসানের বাবা আবুল কাশেম বাদী হয়ে তাদের বিরুদ্ধে পালং মডেল থানায় একটি মামলা করেন। মামলায় আজিজুল ও তার বাবাসহ ৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়। আজিজুলের ভাষ্য অনুযায়ী, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

আনিস উদ্দিন বেপারী জানান, তিনি পালং বাজারের সহ-সভাপতি এবং নিরালা আবাসিক এলাকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাবি, স্থানীয় কিছু লোকের সঙ্গে পূর্ববর্তী বিরোধের জেরে তাদের বিরুদ্ধে হয়রানি করা হচ্ছে। তিনি জানান, তার এক ভাড়াটিয়াকে মারধর করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়, যার ভিডিও ফুটেজও রয়েছে বলে দাবি করেন তিনি।

আনিস উদ্দিন জানান, থানায় অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর হয়।

এ বিষয়ে মামলার বাদী আবুল কাশেম ভেন্ডারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।