Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / অপারেশন ডেভিল হান্ট: সালথায় আওয়ামী লীগ নেতা আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অপারেশন ডেভিল হান্ট: সালথায় আওয়ামী লীগ নেতা আটক

February 15, 2025 07:31:34 PM   উপজেলা প্রতিনিধি
অপারেশন ডেভিল হান্ট: সালথায় আওয়ামী লীগ নেতা আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪৮) কে আটক করেছে সালথা থানা পুলিশ। আটককৃত সেলিম মাতুব্বর মাঝারদিয়া গ্রামের জিতু মাতুব্বরের ছেলে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মারামারি, নারী নির্যাতন ও পুলিশ অ্যাসল্টসহ ১৩টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।