
লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে আসা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজসিক সংবর্ধনা জানিয়েছে লক্ষাধিক দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
রবিবার (৫ মে) দুপুরে তিনি পুত্রবধূ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. জুবায়দা রহমানকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত তার জন্য এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিমানবন্দর এলাকায় খালেদা জিয়াকে এক নজর দেখতে জনতার ঢল নামে। নিরাপত্তাজনিত কারণে পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে বিকল্প রাস্তা ব্যবহার করে তিনি ফিরোজায় পৌঁছান। ফিরোজায় পৌঁছে খালেদা জিয়া নিজেই সহায়তা ছাড়াই হাঁটতে হাঁটতে তার রুমে প্রবেশ করেন। দীর্ঘ বিমানযাত্রা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, পুত্রবধূ ডা. জুবায়দা রহমান রাজধানীর স্কয়ার হাসপাতালে যান অসুস্থ মাকে দেখতে। খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে বিপুল সংখ্যক নেতাকর্মীর ঢল নামে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা বিমানবন্দর ও গুলশান এলাকায় অবস্থান নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুলাউড়ার জনপ্রিয় নেতা এডভোকেট আবেদ রাজাও এদিন ঢাকায় উপস্থিত ছিলেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।