Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নয়ন হত্যা মামলা তদন্তে বিভ্রান্তি, সুষ্ঠু বিচারের দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

নয়ন হত্যা মামলা তদন্তে বিভ্রান্তি, সুষ্ঠু বিচারের দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন

May 06, 2025 08:14:36 PM   উপজেলা প্রতিনিধি
নয়ন হত্যা মামলা তদন্তে বিভ্রান্তি, সুষ্ঠু বিচারের দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বালিজুড়া গ্রামের শিশু নয়ন (১২) হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নয়নের পরিবার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (৬ মে) নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে নয়নের পরিবারের সদস্যরা বলেন, নয়নকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু মামলাটি এখন চক্রান্ত ও অনিয়মের বলয়ে আটকে পড়েছে। প্রকৃত বিচার না হয়ে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে।

তারা অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পুলিশ পরিদর্শক ইমদাদুল বাশার ও মোঃ শাহীনূর কবীর তদন্তকাজে অনিয়ম, পক্ষপাত ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মামলাটির স্বচ্ছতা নষ্ট করেছেন। মূল সাক্ষীদের বক্তব্যকে উপেক্ষা করে পরিকল্পিতভাবে মামলার গতিপথ বদলে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক প্রধান সাক্ষী প্রথমে আদালতে মিথ্যা জবানবন্দি দেন। পরে নোটারি পাবলিকের মাধ্যমে লিখিত বিবৃতিতে তিনি জানান, চাপে পড়ে তাকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছিল এবং তিনি সেই জবানবন্দি প্রত্যাহার করেছেন।

নয়নের পরিবারের দাবি, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিচালিত হচ্ছে। এতে নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার হচ্ছেন এবং প্রকৃত খুনিরা থেকে যাচ্ছেন ধরা-ছোঁয়ার বাইরে।

সংবাদ সম্মেলনে তারা চার দফা দাবি তুলে ধরেন—তদন্ত কর্মকর্তা ইমদাদুল বাশার ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে, নিরপেক্ষ তদন্ত টিম গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে হবে, তদন্তে অনিয়ম ও পক্ষপাতের বিষয়টি গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এবং প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, তারা বিচার বিভাগের প্রতি আস্থা রাখেন। তবে তদন্ত যদি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হয়। নয়নের মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়—এই আবেদন জানান তারা।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।