Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আগামীর বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে কেউ ভোট দেবে না : সারজিস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আগামীর বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে কেউ ভোট দেবে না : সারজিস

March 24, 2025 08:35:37 PM   উপজেলা প্রতিনিধি
আগামীর বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে কেউ ভোট দেবে না : সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো হবে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, নতুন এক বাংলাদেশ আসছে, যেখানে দলের নাম বা প্রতীক দেখে কেউ ভোট দেবে না। বরং কে কেমন কাজ করছে, তার কথার সাথে কাজের কতটা মিল আছে, এসব দেখেই মানুষ সিদ্ধান্ত নেবে।”

সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “সাধারণ মানুষকে নেতারা ভোটের আগে ব্যবহার করে। তারা ভোটের আগে এসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট হয়ে গেলে সাধারণ মানুষের কাছে যেতে চায় না। তারপর জনপ্রতিনিধিদের কাছে যেকোনো কাজ নিয়ে গেলে তারা আগে টাকা দাবি করে বসে। নতুন বাংলাদেশে এসব আর হতে দেওয়া যাবে না। যারা জনগণের সেবা না করে লুটপাট করবে, তাদের আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না। মনে রাখবেন, পাঁচ বছরে একদিন যদি আপনি কারও কাছ থেকে কিছু নেন, তাহলে বাকি পাঁচ বছর সে আপনার রক্ত চুষে খাবে।”

পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সারজিস পঞ্চগড়ের বোদা, সদর ও তেঁতুলিয়া উপজেলায় পৃথক পথসভায় অংশ নেন। এরপর আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।

এর আগে, সারজিস দেবীগঞ্জে পৌঁছালে নাগরিক কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পথসভা শেষে শতাধিক মাইক্রোবাসের শোডাউন নিয়ে তিনি দেবীগঞ্জ থেকে রওনা হন।