
কুবি প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘দ্য স্কুল অব লিডারশিপ ইউএসএ (এসওএল)’ এবং ‘দ্য ইনজাস্টিস রিফর্ম ইউএসএ অ্যান্ড লিওয়ে পিস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন, নাইজেরিয়া’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ‘দি গ্লোবাল লেবার ডে সামিট ফর লিডারশিপ অন এম্পাওয়ারিং ওয়ার্কার্স ফর বেটার টুমোরো’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান আলোচক হিসেবে অংশ নিতে যাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম.এম. শরিফুল করিম।
সামিটটি আগামী ১ মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ৩৫টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
এ প্রসঙ্গে অধ্যাপক ড. করিম জানান, আন্তর্জাতিক পরিসরে এমন একটি আয়োজনে প্রধান আলোচক হিসেবে অংশ নেওয়া তাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তিনি বলেন, “সামিটে আমি বাংলাদেশের শ্রমিকদের বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবো। এছাড়া, আমরা একটি জাতীয় জরিপ পরিচালনা করছি, যেখানে নাগরিকদের প্রত্যাশিত নেতৃত্ব নিয়ে মতামত সংগ্রহ করা হচ্ছে।”
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ইংরেজি সাহিত্যে শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত ড. করিম দক্ষিণ এশীয় ডায়াসপোরা ও পোস্টকলোনিয়াল সাহিত্য বিষয়ে গবেষণার পাশাপাশি নেতৃত্ব বিকাশ বিষয়ক নানা উদ্যোগেও সক্রিয়। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদেও দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে অনুষদের ডিন, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্য।