Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আটোয়ারীতে সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিককে হেনেস্তা, থানায় অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আটোয়ারীতে সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিককে হেনেস্তা, থানায় অভিযোগ

April 13, 2023 02:06:25 AM   দেশজুড়ে ডেস্ক
আটোয়ারীতে সাব রেজিস্ট্রার কার্যালয়ে সাংবাদিককে হেনেস্তা, থানায় অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ হয়ে লাঞ্চিত ও হেনেস্তার শিকার হয়েছে দুই সাংবাদিক।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে আটোয়ারী উপজেলার সাব রেজিষ্ট্রার অফিসে এ ঘটনাটি ঘটে। একই সময় বাইরে কর্মরত সমঢ টিভির রিপোর্টারের সহায়তায় পুলিশের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটোয়ারী থানায় ৬ জনের নাম উল্লেখ করে বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে সিদ্ধার্থ কর্মকার নামে এক সাংবাদিক।

এর আগে অফিস চত্বরে ৫ জন সাংবাদিক উপস্থিতি হলে টের পেয়ে সটকে পড়েন সাব রেজিস্ট্রার মিজানুর রহমান। আড়াল থেকে তার নির্দেশে সিদ্ধার্থ কর্মকার ও সাংবাদিক আব্দুর রউফের উপর অতর্কিত হামলা করেন জিয়ারুল, নাসিরুল, গোলাম উদ্দিন, জাহেদুল, রুস্তম, মিনারুল, আব্দুল সহ মিজানুরের কতিপয় অনুসারীরা। এসময় লাঞ্চিত করা সহ জোর করে তাদের আটকে রাখা হয় একটি রুমে। অফিস চত্বরের বাইরে কর্মরত সময় টিভির রিপোর্টার বিষয়টি অবগত হয়ে থানা পুলিশের সহযোগীতায় তাদের সেখান থেকে উদ্ধার করে।

ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন, বেসরকারি টেলিভমন এটিএন বাংলার রিপোর্টার সিদ্ধার্থ কর্মকার ও চ্যানেল এস এর রিপোর্টার আব্দুর রউফ।

সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার ও আব্দুর রউফ বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে বিষয়টি জানতে রেজিস্ট্রার অফিসে গেলে কোন কিছু বুঝার আগেই তারা আমাদের লাঞ্চিত করার পাশাপাশি অবরুদ্ধ করে রাখে। দুর্নীতির খবরে আমরা ছুটে যাই। তারা যদি দুর্নীতির সাথে জড়িত থাকতো না, তাহলে এ কর্মকান্ড তারা করতো না। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ভূক্তভোগীরা অভিযোগ করে জানান, অনিয়ম- দুর্নীতি আর জনভোগান্তির কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে পঞ্চগড়ের আটোয়ারী সাব রেজিষ্ট্রার অফিস। টাকা ছাড়া মিলেনা কোন সেবা। ভূমি রেজিষ্ট্রি সংক্রান্ত সেবা নিতে এসে এসব অনিয়মের শিকার ভুক্তভুগিদের অভিযোগ। নিজের হাতে ঘুষের টাকা না নিলেও নাইটগার্ড কাম অফিস সহকারী কমিরুল ইসলামের মাধ্যমে টাকা না দিলে কোন কাজই করতে চাননা সাব রেজিষ্টার মিজানুর রহমান বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনার পর সাব রেজিষ্টার মিজানুর রহমানের সাথে একাধীকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।

রাতে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোয়েল রানা বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন সাংবাদিক বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।