Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে র‍্যাব মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে র‍্যাব মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার বিতরণ

April 15, 2023 09:55:19 PM   দেশজুড়ে ডেস্ক
আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে র‍্যাব মহাপরিচালকের পক্ষে ঈদ উপহার বিতরণ

বাঁশখালী প্রতিনিধি:
র‍্যাপিড় এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালকের পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া এবং পেকুয়া উপকূলীয় এলাকা হতে আত্মসমর্পণকৃত ৭৭ জন জলদস্যুর মাঝে ঈদের শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টা‌য় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে এ কার্যক্রম শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন- র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক মাহাবুব আলম, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইফুজ্জামান চৌধুরী, মেজর মেহেদী হাসান, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারসহ বাঁশখালী উপজেলার গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে।

প্রসঙ্গত গত ২০১৮ এবং ২০২০ সালে র‌্যাব-৭  এর হাতে সাংবাদিক আকরাম হোসাইনের মধ্যস্থতায় ৭৭ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর থেকে প্রতি বছর ঈদ উপলক্ষে আত্মসমর্পণ কৃত জলদস্যুদের বিশেষ নজরদারি একই সাথে তাদের খোঁজ-খবর নেয়ার লক্ষ্যে আজকের এই আয়োজন।