Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আত্রাইয়ে ছয় লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জব্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আত্রাইয়ে ছয় লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জব্দ

July 05, 2023 07:19:40 PM   উপজেলা প্রতিনিধি
আত্রাইয়ে ছয় লক্ষ টাকার চায়না দুয়ারী জাল জব্দ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ছয় লক্ষ টাকার মাছ ধরা চায়নাদুয়ারী জাল জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার আত্রাই গুর নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। পরে জব্দ করা জালগুলো আগুনে ভস্মিভূত করা হয়।ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, আত্রাইয়ের গুড় নদীতে ম’স্য শিকারীরা চায়নাদুয়ারী জাল দিয়ে মাছ ধরছেন।

এমন সংবাদে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে ছয়লক্ষ টাকা মূল্যের সাড়ে চার হাজার ফুট জাল জব্দ করা হয়। পরে উপজেলা চত্বরে আগুন দিয়ে ভস্মিভূত করা হয়।

অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, পল্লীউন্নয়ন কর্মকর্তা মীর তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার সানজিদ হোসেন শিশির,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।