Date: May 15, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আত্রাইয়ে পাকাকরণের তিন দিনের মাথায় ভেঙ্গে গেল সড়ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আত্রাইয়ে পাকাকরণের তিন দিনের মাথায় ভেঙ্গে গেল সড়ক

September 13, 2023 05:27:24 PM   উপজেলা প্রতিনিধি
আত্রাইয়ে পাকাকরণের তিন দিনের মাথায় ভেঙ্গে গেল সড়ক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে সড়ক পাকা করনের মাত্র তিন দিনের মাথায় ভেঙ্গে গেছে। অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সড়ক পাকা করায় এত অল্প সময়েই রাস্তা ভেঙ্গে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঠিকাদার বলছেন, অনিয়ম নয়, মাল মসলা মিশ্রণের সময় একটু কমবেশি হওয়ার কারণে এমনটি হতে পারে।

এদিকে খবর পেয়ে এলজিইডি নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বুধবার সড়ক পরিদর্শন করেছেন জানাগেছে,অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয় প্রকল্প-৩ এর আওতায় উপজেলার আহসানগঞ্জ-নলডাঙ্গা সড়কের দাড়িয়াগাথী আব্দুলের মোড় থেকে আশরাফ আলী চৌধুরী সেতু পর্যন্ত ৮১২ মিটার সরড়ক পাকাকরনে ৮৫লক্ষ ১০ হাজার ১১৬ টাকা ব্যয় ধরে টেন্ডার দেয়া হয়। এরপর কার্যাদেশ জারী করে গত ৯ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে বলা হয়। তবে কাজ শুরু করলেও ঠিাকাদার এবং উপজেলা প্রকৌশলী দ্বন্দ্বে বেশ কিছু দিন ধরে কাজ বন্ধ ছিল।এরপর গত ৩০ জুন পর্যন্ত কাজের সময় সিমা বাড়িয়ে নেয় ঠিকাদার। পরে পাকা করনের কাজ শুরু করে গত বুধবার 
নাগাদ কাজ শেষ করেন। কিন্তু কাজ শেষ করার মাত্র তিন দিনের মাথায় দাড়িয়াগাথী আব্দুলের মোড়েড় অদুরে পশ্চিমে রাস্তার এক পাশ পাকা অংশ ভেঙ্গে যায়। এছাড়া পাকা সড়কের বিভিন্ন জায়গায় এখনই কার্পেটিং ওঠে যাচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় আজাহার আলী, আব্দুস ছোবহান এবং জাকির হোসেনসহ অনেকেই জানান,রাস্তার কাজ শুরু থেকেই নানান অনিয়ম চলে আসছে। রাস্তা পাকা করনে নিন্ম মানের সামগ্রী ব্যবহার করায় এখনই ভেঙ্গে যাচ্ছে। এছাড়া রাস্তার উপরের পাথর ওঠে যাচ্ছে।

তারা বলছেন, যেভাবে রাস্তা নির্মান করা হয়েছে তাতে খুব অল্প সময়েই পুরো রাস্তা নষ্ট হয়ে চলাচলে অযোগ্য হয়ে পরতে পারে।এতে আবারো দূর্ভোগে পরবে পথচারী ও এলাকাবাসি।এব্যাপারে ঠিকাদার রেন্টু হোসেন বলেন,রাস্তার যেস্থানে ভেঙ্গেছিল লোক পাঠিয়ে সে জায়গা মেরামত করা হয়েছে। রাস্তা পাকা করনে কোন অনিয়ম হয়নি জানিয়ে বলেন,অনেক সময়মেশিনে মাল-মসলা মিশ্রন করতে গিয়ে একটু কমবেশির কারনে এমনটি হয়েছে হযতো।উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস  বলেন,নির্মানের পরপরই সড়কের কিছু অংশ ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল আজই বিকেলে (বুধবার) পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এব্যাপারে আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমরান খানের সঙ্গে কথা বলতে একাধীকবার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলবেননা বলে জানান।

এলজিইডি’র নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, খবর পেয়ে বুধবার সড়ক পরিদর্শন করেছি। তবে কাজের মান খারাপের কারনে নয়, সড়কের পাশে পুকুর থাকায় বৃষ্টির পানি ওই দিক দিয়ে নেমে যাওয়ায় ভেঙ্গে গেছে। তবে ভাঙ্গা অংশ মেরামত করা হয়েছে বলে জানান তিনি।