Date: May 16, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / আত্রাইয়ে মা-মেয়ের মৃত্যু: আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা, গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

আত্রাইয়ে মা-মেয়ের মৃত্যু: আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা, গ্রেফতার ১

September 17, 2023 08:20:09 PM   উপজেলা প্রতিনিধি
আত্রাইয়ে মা-মেয়ের মৃত্যু: আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা, গ্রেফতার ১

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামের ভ্যান চালক আরিফুল ইসলামের স্ত্রী সাবিনা বিবি (৩২) ও মেয়ে আফরুজা খাতুন (৯) নামে মা- মেয়ের এক রশিতে ঝুলে মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে আত্রাই থানায় মামলা দায়ের করেন সাবিনার বাবা সামছুর আলী। এ ঘটনায় থানা পুলিশ রেখা বেগম(২৮) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার রেখা একই গ্রামের হোসেন আলীর স্ত্রী।তাকে রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সকালে সাবিনার ছাগলে প্রতিবেশি হোসেন আলীর কুশার গাছের পাতা খাওয়া নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব বাধে। এক পর্যায়ে প্রতিবেশি হোসেন আলীর স্ত্রী রেখা বিবি এবং হোসেনের মা সাবিনা ইয়াসমিনকে মারধর করে। তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এর পর শুক্রবার সাবিনাকে হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে আসে। ওই রাতেই গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ইউপি মেম্বার রুহু আমিনের নেতৃত্বে বৈঠক বসে। বৈঠকে মারপিটের ঘটনাটি হাত ধরে মিমাংসা করে দেয়া হয়। কিন্তু সাবিনা মীমাংসা না মেনে বাড়ীতে যাবার সময় রেখা ও তার লোকজন নানাভাবে অকথ্য ভাষায় গালাগালিসহ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার প্ররোচিত করে। এর পর পরের দিন শনিবার সকালে সাবিনা সকালের ভাত রান্না করে এক সাথে খাবার খাওয়ার পর স্বাস্মী আরিফুল ইসলাম ভ্যান নিয়ে বেড় হয়ে চলে যায়। পরে সকাল ৯টা নাগাদ আরিফুল বাড়ীতে আসলে দেখতে পান স্ত্রী সাবিনা এবং মেয়ে আফরুজা ঘরের বাঁশের তীরের সাথে এক রশিতে ঝুলে আছে।

সাবিনার বাবা সামছুর আলী বলেন, জামায় আরিফুল বাড়ী থেকে যাবার পর আবারো প্রতিবেশি রেখা সাবিনা ইয়াসমিনকে নানাভাবে মানসিক যন্ত্রনা দিয়ে আত্মহত্যায় প্ররোচিত করে। এঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার দাবি করেছেন তিনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনসহ অজ্ঞাতদের আসামী করে সাবিনার বাবা মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে রেখা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।