Date: May 29, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আন্তঃজেলা চক্রের কুখ্যাত মোটরসাইকেল চোর আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আন্তঃজেলা চক্রের কুখ্যাত মোটরসাইকেল চোর আটক

May 27, 2025 11:08:01 PM   অনলাইন ডেস্ক
আন্তঃজেলা চক্রের কুখ্যাত মোটরসাইকেল চোর আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের কুখ্যাত সদস্য আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আটক হয়েছেন। মঙ্গলবার দুপুরে পৌর শহরের মাস্টার মোড় এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন তিনি। এসময় বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দেয়।

খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাককে জনতার রোষানল থেকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শত শত ক্ষুব্ধ জনতা হাসপাতালে ভিড় করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে হইচই শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ হাসপাতালের নিরাপত্তা জোরদার করে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আটক আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ অঞ্চলের মোটরসাইকেল চোর চক্রের অন্যতম প্রধান হোতা। তিনি নিজে এবং তার নিয়োজিত সহযোগীদের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে থাকেন। চুরি করা গাড়ির মালিকদের সঙ্গে একটি বিশেষ সোর্সের মাধ্যমে মোবাইলে যোগাযোগ করে, চুরির তথ্য গোপন রেখেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে গাড়ি ফেরত দেন। এভাবে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা রয়েছে। একাধিকবার জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে জেলহাজতে পাঠায়।

সচেতন মহলের অভিযোগ, প্রতিটি এলাকাতেই চোর চক্রের সোর্স রয়েছে। তারা তাৎক্ষণিকভাবে চুরি করা গাড়ি গোপন আস্তানায় সরিয়ে ফেলে। এসব ঘটনায় স্থানীয় জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুর রাজ্জাকের বাড়ি পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলায়। তিনি আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় চুরি ছেড়ে দেওয়ার শর্তে রাজ্জাক রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। তবে তিনি সেই শর্ত ভঙ্গ করে চুরির পেশা চালিয়ে যাচ্ছিলেন।