
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত এক কর্মশালায় আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ধর্মীয় নেতারা। সোমবার স্থানীয় একটি হোটেলে "ধর্মীয় নেতাদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্বের মাধ্যমে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্প্রসারণ" প্রতিপাদ্যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপসা,’ যা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ইউএসএআইডি-এর আর্থিক সহায়তায় "নাগরিক" প্রকল্পের আওতায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় নেতারা আন্তঃধর্মীয় সম্প্রীতির অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করার সংকল্প ব্যক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল। আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো: আবু আহসান, আন্দারকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম মোঃ আনোয়ারুল হক, চট্টগ্রাম ব্রাহ্মণ সংসদের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, পাথরঘাটা ক্যাথলিক চার্চের ফাদার গর্ডন ডায়েস, এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক শ্রীমৎ সংঘানন্দ মহাথের।
বক্তারা বলেন, "বাংলাদেশ সব ধর্মের মানুষকে নিয়ে গড়ে ওঠা একটি সম্প্রীতির দেশ। কোনো ধর্মই হিংসার শিক্ষা দেয় না। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গঠন করা, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি এবং বোঝাপড়া থাকবে। আমরা সামাজিক অন্যায় মোকাবিলা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একত্রে কাজ করব।"