Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

November 19, 2024 11:27:08 AM   অনলাইন ডেস্ক
আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর গ্রেপ্তার

রংপুর সংবাদদাতা:
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরের আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই রংপুরের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন জানান, শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশ দেন।

গত ১৮ আগস্ট আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। পরবর্তীতে একটি সম্পূরক এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও সাতজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়। আদালতের নির্দেশে তাদের নাম আসামির তালিকায় যুক্ত করা হয়।

এর আগে, এ মামলার আসামি বরখাস্ত হওয়া এএসআই আমির আলী, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।