Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান মসিক মেয়রের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান মসিক মেয়রের

March 05, 2023 03:21:31 AM   দেশজুড়ে ডেস্ক
আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান মসিক মেয়রের

ময়মনসিংহ সংবাদাতা:
বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, দেশের উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের উন্নয়নের রাজনীতি করে, আওয়ামী লীগের হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যায়।

শনিবার বেলা ১১টায় টাউন হল ভাষা সৈনিক  শামসুল হক মুক্তমঞ্চে দেশব্যাপী বিএনপি জামাত চক্রের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শান্তি সমাবেশে মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ১ থেকে ১২ নং ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান আল হোসাইন তাজ, সাবেক সহ-সভাপতি শাহজাহান পারভেজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শহীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাবেক আইন সম্পাদক মোঃ তাজুল ইসলাম খোকন।

সমাবেশের সভাপতিত্বে করেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজ এবং সঞ্চালনা করেন ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লব সরকার বিল্লু।

আরও বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-০৩ শামীমা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতি, ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিল সেলিনা আক্তার, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আনোয়া খাতুন প্রমুখ।