Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / আবারও বেড়েছে পেঁয়াজের দাম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আবারও বেড়েছে পেঁয়াজের দাম

November 04, 2024 07:04:29 PM   অনলাইন ডেস্ক
আবারও বেড়েছে পেঁয়াজের দাম

দুই সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে গেছে। ঢাকার বিভিন্ন বাজারে আগে ১২০ টাকায় পাওয়া গেলেও এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টির কারণে আগাম পেঁয়াজের সরবরাহে বিঘ্ন ঘটেছে।

অন্যদিকে, আমদানি করা পেঁয়াজের দামও ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানিকারকরা বলছেন, ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, এছাড়া ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানির খরচও বেড়েছে।

তবে ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। এর মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত হলেও বাকি চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করা হয়।